|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার পক্ষ থেকে টি বি মুক্ত ভারত অভিযানেকে সফল করতে ডক্টরস নার্সিং হোমের পক্ষ থেকে টি বি রোগীদের হাতে অতিরিক্ত পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়,প্রথম পর্বে ১০ জন রোগী কে চিন্নিত করে মুখ্য স্বাস্থ্যআধিকারিক ডাঃ জয়ন্ত কুমার শুকুল মহাশয় এর অফিস কনফারেন্স হলে খাবার সামগ্রী তুলে দেওয়া হয়। মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়ন্ত বাবু জানান, সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি বেসরকারি সংস্থা যদি এগিয়ে আসে তাহলে ২০২৫ এর মধ্যেই টিবি মুক্ত ভারত গড়া সম্ভব হবে এমনটা আশা করা যায়।এদিন ১০জন রোগীর হাতে ১মাসের খাবার তুলে দেন ডক্টরস নার্সিং হোমএর কর্ণধার মোশারফ হোসেন। ১০ জন টিবি রোগীর হাতে মিত্রতার প্রতীক হিসেবে,উনি ৬ মাসের জন্য এই সাহায্য দেওয়ার জন্যে সম্মতি দিয়েছেন। টিবি রোগীকে সামাজিক সহায়তা প্রদান এর মাধ্যমে টিবি রোগের বিরুদ্ধে লড়াই এ ওনার মতন এগিয়ে আসেন জীবন সংগঠন এর সম্পাদক ও সাংবাদিক শুভেন্দু ঘোষ। আজকের খাদ্যসমগ্রী বিতরণে উপস্থিত ছিলেন জেলা টি.বি অফিসার ডাঃ অভিষেক রায়,সহ সমস্ত ব্লকের এস. টি. এস রা। সংক্ষিপ্ত অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন ডাঃ আকবর হোসেন মন্ডল ডাঃ আকবর হোসেন আবেদন করেন ১৩টি ব্লকের বিধায়ক, সভাপতি, প্রধান, চেয়ারম্যান সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি যদি এগিয়ে এসে টিবি রোগীদের পুষ্টিকর খাদ্য সামগ্রী বা সরকার নির্ধারিত নির্দেশ মেনে স্বাস্থ্য প্রশাসন এর পাশে দাড়ান তাহলে টিবি মুক্ত বাংলা হতে খুব দ্রুত সুবিধা হবে এমনটা আশা প্রকাশ করেন।