|
---|
সেখ আব্দুল আজিম( চন্ডীতলা) : ১১ ই অক্টোবর নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে দুধ কলমি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বাৎসরিক ইসালে সওয়াব। পরিচালনায় দুধ কলমি যুবকবৃন্দ ও গ্রামবাসী বৃন্দ বাদ জোহর শুরু হয় জুনিয়র এবং সিনিয়র কেরাত প্রতিযোগিতা উক্ত অনুষ্ঠানে হাজী ও হার্জিন দের সম্বর্ধনা দেওয়া হয় এছাড়া দুধ কলমি মাদ্রাসার কয়েকজন হাফেজদের পাগড়ি প্রদান করা হয়, দর্শক কুইজে অনেকে সাফল্য অর্জন করেন তাদের পুরস্কৃত করা হয়।এছাড়াও গরীব দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়, বাদ এশা কোরআন ও হাদিসের উপর আলোকপাত করেন পীরজাদা সাফেরি সিদ্দিকী, জনাব পীরজাদা মাওলানা মোঃ সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, মৌলানা মোঃ আরিফুর রহমান সাহেব, মাওলানা মোঃ আহমদ আলী সাহেব আখেরি দুয়ার শেষ মোনাজাত করেন পীরজাদা সাফেরী সিদ্দিকী সাহেব।