|
---|
সেখ সামসুদ্দিন, ১২ অক্টোবরঃ মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, নবনিযুক্ত সভাপতি হওয়ার পর আজ প্রথম মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রবেশ করল। বিশাল বাইক র্যালি সহ উপস্থিত হয়ে বহু কর্মী সমর্থকের মধ্য দিয়ে ব্লক অফিসে প্রবেশ করেন। কর্মীমর্থকরা সমস্ত মালা পরিয়ে ভরিয়ে দেন। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল দর্শনীয়। সভাপতি কর্মীদের উদ্দেশ্যে বলেন, এই অফিস মন্দির মসজিদ গির্জার মতো, একে সেই ভাবেই রক্ষা করার দায় দলের প্রত্যেকটি সদস্যের। আমরা এর মর্যাদা রেখে আমাদের কাজ করব। এখন থেকে নিয়মিত এই অফিসে বসে কাজ করবেন বলে জানান ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী। সঙ্গে উপস্থিত ছিলেন পুরনো দিনের কর্মী সেখ এহিয়া সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, পঞ্চায়েত প্রধান, সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য সহ কর্মী সমর্থকবৃন্দ। এদিন তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের ঢাকার আইন কলেজের ছাত্র ফাহাদ। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিত্যানন্দ ব্যানার্জীকে ফলো করেন ও তার সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। যার কারণে আজ সে ব্লকে প্রবেশের মুহূর্তে তাকে শুভেচ্ছা জানাতে আসেন।