|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: করোনা আবহে সম্প্রীতির নজির পশ্চিম মেদিনীপুরের দাসপুরের মামুদপুর গ্রামে। হিন্দু প্রতিবেশীর দেহ সৎকারে এগিয়ে এলেন স্থানীয় মুসলিম যুবকরা।
গতকাল বাড়িতেই মৃত্যু হয় মামুদপুরের বাসিন্দা করোনা আক্রান্ত বলাই রানার। মৃতের পরিবারের অভিযোগ, সংক্রমণের আশঙ্কায় ধারেকাছে ঘেঁষেননি প্রতিবেশীরা। দেহ সৎকার ঘিরে সমস্যা তৈরি হয়। খবর পেয়ে এগিয়ে আসেন মুসলিম প্রতিবেশীরা। তাঁদের সহায়তায় দেহ সৎকার করে মৃতের পরিবার।