|
---|
নতুন গতি, কালিয়াচক : কালিয়াচকের ঐতিহ্যবাহী পাঁচতলা জামে মসজিদে এবারও ঈদুল ফিতর নমাজে জমায়েত হয়নি । করোনা আবহে সরকারের নির্দেশকে মান্যতা দিয়ে ও মসজিদ কমিটি সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের ন্যায় এবারও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ঈদের নমাজ । সরকারি নির্শেদিকা মতে কোনও ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েতে না ছিল । এই হিসেবে ইদুল ফিতরে ৫০ জনের মধ্যে সংখ্যাটা রেখে পর্যায়ক্রমে নমাজপাঠ হয় মসজিদগুলিতে। কিন্তু কালিয়াচকের পাঁচতলা জামে মসজিদে কর্মী ও কয়েকজন ছাড়া অন্যান্য বহিরাগতদের প্রবেশ ছিল না। কালিয়াচক চৌরঙ্গী, শহর-সহ এলাকার মানুষ জমায়েত করে থাকেন এই মসজিদে । প্রায় ২ হাজার মানুষ এই মসজিদে ইদের নমাজে অংশগ্রহণ করে থাকেন। কিন্তু করোনা দাপট রুখতে মসজিদ কমিটি ও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গতবছর করোনা বিধি মেনে উপস্থিতি ছিল নিয়ন্ত্রিত। কালিয়াচকের ঘড়িয়ালিচক পাঁচতলা জামে মসজিদ কমিটির সম্পাদক রাফিকুল রহমান বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ে মানুষ আতঙ্কে রয়েছে। এর প্রভাব রুখতে ও সচেতনতার লক্ষে বহু মানুষের একসাথে জমায়েত করে ঈদের নমাজ পাঠ মসজিদে বন্ধ রাখা হয়। শুধু মসজিদের ইমাম, মোয়াজ্জিন , কর্মচারী, কমিটির লোকজন প্রভৃতি ছোট করে নমাজ পাঠ করেছেন। সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ঈদের নমাজ ।’ প্রসঙ্গত, কালিয়াচকের ঐতিহ্যবাহী বহু পুরাতন পাঁচতলা জামে মসজিদ। কালিয়াচক জামে মসজিদের পাঁচতলার নির্মাণ হয় ১৯৮৯ সালে। স্বাভাবিক ভাবে এই মসজিদে ঈদের নমাজ পাঠে ভীড় হয়ে থাকে। তবে করোনার দাপটে এই ভীড়ের চেনা ছবিটা গত বছর থেকে নেই। পাঁচতলা জামে মসজিদের ইমাম মুফতি আবদুল আজিজ কালিমী বলেন, ‘করোনা স্বাস্থ্য বিধি মেনে ইদের নমাজ অনুষ্ঠিত হয়েছে । নমাজে মানবজাতির মঙ্গল কামনা করে শীঘ্রই করোনামুক্ত দেশ ও সকলের মঙ্গলের জন্য দোয়া পাঠ করা হয়। শেষে প্রশাসনের তরফে কালিয়াচক থানার আইসি আশিস দাস পাঁচতলা জামে মসজিদের ইমামকে ফুল ও মিষ্টান্ন দিয়ে সংবর্ধনা জানান। উপস্থিত ছিলেন সভাপতি তথা সমাজসেবী এনারুল হক সহ অন্যান্যরা।