পর পর এগারোটি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়

নিজস্ব প্রতিবেদক:- দুঃসাহসিক চুরির (Theft) ঘটনা ঘটে গেল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) কাকদ্বীপে (Kakdwip)। পর পর এগারোটি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। চায়ের দোকান থেকে মুদিখানা দোকান কিংবা কামারশালা, কোনও কিছুকেই ছাড় দেয়নি দুষ্কৃতীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাকদ্বীপ থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানা এলাকার উকিলের বাজারে পর-পর এগারোটি দোকানে চুরি হয়। ঘটনায় খোওয়া গিয়েছে বহুমূল্য আসবাব থেকে কয়েক লক্ষ টাকা। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, কয়েকটি চায়ের দোকান, মুদিখানা দোকান, কামারশালা, পোশাকের দোকান থেকে আসবাবপত্রের দোকানের সমস্ত জিনিসপত্র এবং দোকানে থাকা টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, এর মধ্যে একটি দোকানে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। চুরি করার আগে সেটিকে ভেঙে দেয় দুষ্কৃতীরা। তারপর লুঠ করে দোকানে। অন্য একটি চায়ের দোকান থেকে ২ লক্ষ টাকা নগদ চুরি গিয়েছে। চায়ের দোকানদার তাঁর মেয়ের বিয়ের জন্য দোকানেই ২ লক্ষ টাকা রেখেছিলেন। দোকানের অন্যান্য জিনিসপত্র এবং সেই টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। কাকদ্বীপে পর পর এগারোটি দোকানে চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় ব্যবসায়ীরা জানাচ্ছেন, তাঁরা দীর্ঘদিন ধরে উকিলের বাজারে প্রশাসনিক নিরাপত্তার দাবি জানিয়েছেন। কিন্তু বাজার চত্বরে এত দোকান থাকার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনও নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। এমনকি প্রশাসনের পক্ষ থেকে কোনও সিসিটিভি ক্যামেরারও বন্দোবস্ত করা হয়নি। কোনও কোনও দোকানি নিজেদের খরচে সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন। কিন্তু তাতেও রেহাই মিলল না। সিসিটিভি ক্যামেরা ভেঙে লুঠ চালায় দুষ্কৃতীরা। প্রশাসনিক নিরাপত্তার অভাবেই বারে-বারে এমন চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যেই খবর গিয়েছে কাকদ্বীপ থানায়। সেখানকার পুলিশকর্মীরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন। এবং গোটা ঘটনার তদন্ত চালাচ্ছেন। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।