শীতের মরশুমে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেখা যায় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা

হাসান লস্কর সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা:  স্বামী বিবেকানন্দের বাণীকে পাথেয় করে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। একমাত্র যুব সমাজ পারে সুস্থ ও সুন্দর সমাজকে গড়ে তুলতে। সুশিক্ষায় শিক্ষিত শিক্ষকরা সমাজ গড়ার কারিগর,শিক্ষা জাতির মেরুদন্ড । সঠিক শিক্ষায় শিক্ষিত যুবক যুবতীরা পারে সুস্থ সমাজ গড়ে তুলতে । কুলতলীর ১১ নম্বর জালাবেড়িয়া গাজীর মোড়ে অবস্থিত রেনেসাঁস ওয়ার্ল স্কুল এর বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় দেখা গেল এক অনন্য নজির। শিক্ষার পাশাপাশি মস্তিষ্ক গঠনে খেলাধুলায় অত্যন্ত প্রয়োজন ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত সুনামের সহিত পঠন পাঠানের সাথে খেলা ধুলা ও শরীর চর্চায় অগ্রনী ভূমিকা পালন করে আসছে ‌। বিশেষ করে পিছিয়ে পড়া সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় পিছিয়ে পড়া শ্রেণীর জনজাতির সন্তানরা কুলতলির এই প্রত্যন্ত এলাকায় এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা পঠন পাঠান করে আসছে ২০২৩ চব্বিশ এনুয়াল স্পোর্টস মোট ২২টি ইভেন অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টে আটজন করে পার্টিসিপেট করে। এখানে নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত প্রতিটি শ্রেণির ছাত্রছাত্রীরা শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিটি বিভাগে প্রথম দ্বিতীয় স্থান অধিকারী কে

    মেডেল সংসাপত্র ও পুরস্কার এ সম্বর্ধিত করা হয়।জয়নগর দু’নম্বর ব্লকের বকুলতলা নতুনহাটের গার্জেন মুর্শিদা মন্ডলের কথায় উঠে এলো যে সত্যি শিক্ষা প্রতিষ্ঠানটি খুবই ভালো তার ই দুটি সন্তান এখানে পড়াশোনা করে আগামী দিনে অপর সন্তান কে পড়াশোনার জন্য দেবেন এই স্কুলে। তালতলা এক গৃহবধূর কথায় উঠে এল গ্রাম বাংলায় ইংলিশ মিডিয়াম স্কুল বলতেই নেই তবে রেনেসাঁস ওয়াল্ড ইস্কুলটি আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। বেশ কিছুদিন যাবত সন্তান-সন্ততিদের জন্য তিনি দুশ্চিন্তায় ছিলেন। এমনি সুন্দর স্কুলের সন্ধান মেলায় তিনি খুবই খুশি। গৃহবধূর কথায় আমার সন্তান এই স্কুলে পড়াশোনা করে এতে আমি গর্বিত।তারা ভালো রেজাল্ট করছে ।