|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : রাজ্যে অষ্টম দফায় শুরু হয়েছে দুয়ারে সরকারের শিবির। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন দুয়ারে সরকারের পরিষেবা তৃণমূল স্তরের সমস্ত পাক। পূর্ব বর্ধমান জেলার ব্লকে ব্লকে পরিষেবার মানোন্নয়নের ব্যাপারে সমষ্টি উন্নয়ন আধিকারিকদের মাধ্যমে মহকুমা শাসকরা ও তদারকি করছেন। বর্ধমান সদর দক্ষিণ মহকুমার অন্তর্গত জামালপুরের আদিবাসী অধ্যুষিত ও সংখ্যালঘু এলাকা পরিদর্শন করলেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মন্ডল। জামালপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থসারথী দে ও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল মহকুমা শাসকের সঙ্গে ছিলেন। জামালপুরের বেত্রাগড় ও সেলিমাবাদ পরিদর্শন করেন। এই দুই গ্রামে তপশিলি উপজাতি মানুষদের কাছে খোঁজখবর নেয়া হয় ও সরকারি বিভিন্ন নেওয়া হয়। সরকারি প্রকল্পগুলির জয় জহর, কাস্ট সার্টিফিকেট ছাত্র-ছাত্রীদের কন্যাশ্রী, শিক্ষাশ্রী, লক্ষী ভান্ডারসহ প্রকল্পের সুবিধা সকলে পাচ্ছেন কিনা সে বিষয়ে আধিকারিকরা বিশদে খোঁজখবর নেন। মহকুমা শাসকরা ছোট ছোট ছেলে মেয়েদের সাথেও মিলিত হন। তাদের সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে তাদের হাতে চকলেট ও ফুটবল তুলে দেন। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা ও মানুষেরা মহাকুমা শাসক, বি ডি ও সাহেব,পঞ্চায়েত র আধিকারিক ও জনপ্রতিনিধিদের পেয়ে ভীষণ খুশি হয়েছেন। জামালপুরের ভূমিপুত্র মেহমুদ খান দুয়ারের সরকার শিবির যাতে সুসম্পন্নভাবে সম্পন্ন হয় এবং গ্রামের মানুষেরা সঠিকভাবে পরিষেবা পান সে ব্যাপারে তিনিও তৎপর হয়েছেন। জামালপুরের সার্বিক উন্নয়ন ঘটাতে মেহমুদ খান নিরন্তর যে প্রয়াস চালাচ্ছেন তাতে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।