বাঁধনা পরব উপলক্ষ্যে বস্ত্র বিতরণ শিবির ও শিশু সচেতনতা শিবির

নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর: বিগত কয়েক বছরের মতো এবছরও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংকল্প ফাউন্ডেশন’ এর উদ্যোগে এবং ‘শ্যামরাইপুর পি টি জি আদিম লোধাশবর জনজাতি ক্লাব’ এর সহযোগিতায় বাঁধনা পরব উপলক্ষ্যে খড়গপুর-১নং ব্লকের অন্তর্গত শ্যামরাইপুর এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা জনজাতি পরিবার গুলোর মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি জাতীয় শিশু দিবসকে সামনে রেখে একটি শিশু সচেতনতা ও শিশু সুরক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে শিশুদের স্বাস্থ্য, শিশুর অধিকার ও বিদ্যালয় ছুট প্রবণতা রোখা সহ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ আলোচনা হয়। শিশুরা যাতে বিদ্যালয় মুখী হয় সেই প্রসঙ্গে বিশেষ বক্তব্য রাখেন সংগঠনের সদস্যা প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়।

    শিশু স্বাস্থ্য ও শিশুদের অধিকার নিয়ে বক্তব্য রাখেন অধ্যপক ও আদিম জনজাতি গবেষক ডঃ শান্তনু পান্ডা। অতিথি হিসেবে খড়্গপুর-১ নং ব্লকের বিডিও সৌমেন দাস,খড়্গপুর লোকাল থানার পুলিশ আধিকারিক সমীর কুমার সর্দার,এসসটি-এসসি সেলের জেলা সভাপতি পিকু মান্ডি, আদিবাসী বিকাশ পরিষদের জেলা সভাপতি তারক বাগ, নারী ও শিশু কর্মাধ্যক্ষ মানোয়ারা বিবি,স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান পাখী খামরই, অঞ্চল সভাপতি সোমনাথ ঘোষ, সমাজসেবী ডাঃ বাসুদেব চক্রবর্তী, সমাজ সেবি, সমাজকর্মী শিবদেব মিত্র । বি ডি ও সৌমেন দাস,সংকল্প ফাউন্ডেশনের এই মহত উদ্যোগের প্রশংসা করেন। আলোচনায় শিশুদের শিক্ষা,সুরক্ষা ও স্বাস্থ্যের পেছনে পিতামাতার ভুমিকার কথা উঠে আসে। মোট ১২০ জন গ্রামবাসীকে নতুন বস্ত্র প্রদান করা হয়। উপস্থিত সকলের মধ্যে চকলেট ও মিষ্টি বিতরণ করা হয়। সংকল্প ফাউন্ডেশন পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সম্পাদিকা পারমিতা সাউ,সদস্য প্রধান শিক্ষক স্বপন পইড়া, সমাজকর্মী ইন্দ্রদীপ সিনহা, পিন্টু সাউ, প্রতিমা রানা, শোভনা পারভীন সহ অন্যান্যরা।