|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- সমগ্র দেশজুড়ে পালিত হয়েছে ৭৫তম স্বাধীনতা দিবস, আর সেই আনন্দে মেতে উঠেছে দেশ বাসি। সম্প্রীতি এদিন পশ্চিম বঙ্গ গনতন্ত্র অধিকার রক্ষা সমিতি সি পি ডি আর এর পক্ষ থেকে এবং রাজ্যের সি পি ডি আর এর পর্যবেক্ষণ কার্তিক গাঙ্গুলির উদ্যোগে ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে জাতীয় সংগীতের সঙ্গে কিছুক্ষণ নিরবতা পালন করা হয় এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সি পি ডি আর এর রাজ্য পর্যবেক্ষক কার্তিক গাঙ্গুলি, বিশিষ্ট সমাজসেবী দেবব্রত খাড়া,সান্তনু দাস বাউল,সনাতন দাস বাউল,মানিক পুরকাইত,পাপিয়া দাসী, রিয়া দাসী,পলাশ,সুমন সহ তারামা উদাস লোকগীতি বাউল সম্রদায় এর সকল শিল্পী ও আরও অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।এদিন সি পি ডি আর এর রাজ্যের পর্যবেক্ষণ কার্তিক গাঙ্গুলি বলেন ভারতকে দুর্নীতিমুক্ত করতে ভারতবর্ষের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এবং গুণীজনদের সংবর্ধনা জানাতে তাদের এই উদ্যোগ।এবং স্বাধীনতার ৭৫ তম বর্ষে দেশের বীর যোদ্ধাদের সম্মান জানানোটা আমাদের একান্ত কর্তব্য।পাশাপাশি গোবিন্দ পুরে এই সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজসেবী কার্তিক গাঙ্গুলির আয়োজন করার জন্য,স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানান।