|
---|
বীরভূম: রামপুরহাট কান্ডে নতুন মোড়। ২০২১ সালের ১০ জুন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের উদ্দেশে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি হয় ভাইরাল। চিঠিতে, পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত আনারুল হোসেনকে ব্লক তৃণমূল সভাপতি পদে বহাল রাখার আবেদন জানান বিধায়ক। এই চিঠির সত্যতা স্বীকার করেছেন বিধায়ক আশিস বন্দোপাধ্যায়।
বিধায়কের দাবি নির্বাচনের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এদিকে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বক্তব্য “এলাকায় ভোটের ফলাফল খারাপ হয়। বহু গ্রামবাসীর থেকে নানা অভিযোগ কানে আসছিল। সে কারণেই আনারুলকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আমি অন্য ব্লক সভাপতি চেয়েছিলাম। তবে আশিস বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞ মানুষ। তিনি আনারুলকে পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত রাখতে বললেন। সে কারণেই সরালাম না।”
এদিকে, উপপ্রধান ভাদু শেখ খুনে নলহাটি ও মাড়গ্রাম থেকে গ্রেফতার করা হল আরও ২জনকে – ভাসন শেখ ও সফিক শেখ। এই নিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করল পুলিশ।