|
---|
শিলিগুড়ি: যদি তুমি ছাত্র হও এক তৃতীয়াংশ ভাড়া দাও” এই দাবি তুলে আন্দোলনে নামল এআইডিএসও। পরিবহন দপ্তরে স্মারকলিপি জমা দেওয়ার জন্য সোমবার শিলিগুড়ি হিলকার্ড রোড থেকে তাদের এক মিছিল বের করা হয়। সেই মিছিল হাসমি চক হয়ে পরিবহন দপ্তরের দিকে এগোতে থাকে। তবে পরিবহন দপ্তরের সামনে পুলিশের ব্যারিকেড থাকায় তারা ব্যারিকেড ভেঙ্গে রীতিমতো পুলিশের সাথে ধস্তাধস্তি করে পরিবহন দপ্তরে প্রবেশ করে। এরপর দপ্তরের ভেতরেই ধর্নায় বসে এআইডিএসও-এর সদস্য ও কর্মীরা। দীর্ঘক্ষণ ধর্নায় বসে স্লোগান চালাতে থাকে বিক্ষোকারীরা। পরবর্তীতে সংগঠনের ৩সদস্যকে স্মারকলিপি জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়।তারা এও জানান এই করোনা আবহে ছাত্রছাত্রীদের খুবই শোচনীয় অবস্থা,তাদের পরিবার নিতান্তই সাধারন হওয়ায় রোজ ভাড়া দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়,আর তারা তো উপার্জন করে না,তাই ভাড়া কমালে তারা রোজ ইষ্কুলে যেতে পারবে।
এই সময় যদি ছাত্রছাত্রীদের যাতায়াতের সমস্যা না মেটানো হয় তবে হয়ত তাদের ইষ্কুল/কলেজের রাস্তাই ভুলে যেতে হবে।