|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ৫ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিললো দুই গৃহবধূর। নিখোঁজ ওই দুই গৃহবধূ বর্তমানে মুম্বাইতে রয়েছেন পুলিশের কাছে এমন খবর মিলেছে। সম্প্রতি দিন সাতেক আগে শ্রীরামপুরে শপিং করতে যাবেন বলে বেরিয়েছিলেন বালির নিশ্চিন্দ থানা এলাকার কর্মকার বাড়ির দুই গৃহবধূ অনন্যা কর্মকার এবং রিয়া কর্মকার। তারা সাথে করে নিয়ে যায় কর্মকার বাড়ির সাত বছরের নাতি কে। এরপর থেকেই বেপাত্তা দুই গৃহবধূ এবং সাত বছরের শিশুটি।
পুলিশ বড় বউ এর কললিস্ট ঘেঁটে একটি অচেনা নম্বরে সন্ধান পায়। এরপর তদন্তে নেমে জানতে পারে ওই ফোন নম্বরটি একজন রাজমিস্ত্রির। পরে পুলিশ আরও জানতে পারে ওই রাজমিস্ত্রি ও তার আরেক সঙ্গী কর্মকার বাড়ির সংস্কারের কাজ করেছিল। তার বাড়ি মুর্শিদাবাদে সুতি এলাকায়। এই খবর জানতে পারার পর পুলিশ মুর্শিদাবাদের সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালায় কিন্তু কারো খোঁজ পাইনি।
প্রসঙ্গত আরও জানা গিয়েছে কর্মকার বাড়ির সংস্কারের কাজ করতে আসা দুই রাজ মিস্ত্রির সঙ্গে বাড়ির দুই বউ এর প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে। যদিও এই ব্যাপারে মুখ খুলতে চাইনি কর্মকার বাড়ির সদস্যরা। ওই দুই গৃহবধূ মুম্বাইয়ের কোন জায়গায় আছেন সেই বিষয় নিয়ে ধন্দে পুলিশ। এছাড়া সাত বছরের শিশুটি তাদের সাথে রয়েছে কিনা এই বিষয় নিয়ে সঠিক কিছু বলা যাচ্ছে না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।