“৩১ অক্টোবর থাকবোনা সংসদে” এথিক্স কমিটিকে জানালো মহুয়া

দেবজিৎ মুখার্জি: লোকসভার এথিক্স কমিটির তলব এড়াচ্ছেন মহুয়া মৈত্র। আগামী ৩১ অক্টোবর এথিক্স কমিটি তলব করেছে কৃষ্ণনগরের সাংসদকে। কিন্তু ওই দিন তিনি সংসদে হাজির হবেন না বলে জানিয়ে দিলেন।

    সংসদের এথিক্স কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে মহুয়া জানিয়েছেন, ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিজের লোকসভা কেন্দ্রে বহু পূর্বনির্ধারিত বিজয়া সম্মিলনী রয়েছে তাঁর। তাই ওই সময় হাজিরা দেওয়া সম্ভব নয়। সশরীরে হাজিরা দেওয়ার জন্য এথিক্স কমিটির তাঁকে নতুন তারিখ দেওয়া হোক বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ। তাঁর বক্তব্য, ৫ নভেম্বরের পর তাঁকে কমিটির সুবিধামতো যে কোনও দিন, যে কোনও সময় ডাকা হলে তিনি হাজির হবেন।

    মহুয়া চিঠিতে জানিয়েছেন, কমিটির সামনে যে তিনি নিজের বক্তব্য জানাতে আগ্রহী সেটা আগেই বলেছেন। কিন্তু পূর্ব নির্ধারিত অনুষ্ঠান থাকায় তিনি যেতে পারছেন না। বাড়তি সময় চাওয়ার ক্ষেত্রে তিনি টেনে এনেছেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি প্রসঙ্গ। রাজস্থান নির্বাচনের অজুহাত দেখিয়ে রমেশ এথিক্স কমিটিতে হাজিরা দেওয়ার জন্য বাড়তি সময় চেয়েছিলেন। সেই সময় তাঁকে দেওয়াও হয়েছিল। কৃষ্ণনগরের সাংসদের দাবি, বিধুরির মতো তাঁকেও সময় দেওয়া হোক। এই সঙ্গে, কমিটির প্রধানের প্রতি ক্ষোভও উগরে দিয়েছেন মহুয়া। প্রশ্ন তুলেছেন, তাঁকে সমন পাঠানোর আগে সংবাদমাধ্যমে তাঁর সমনের কথা ফাঁস করে দেওয়া হল কেন? সব পক্ষের হলফনামাই বা প্রকাশ্যে আনা হল কেন?

    মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে বৃহস্পতিবার ওই কমিটি মূল দুই অভিযোগকারী অর্থাৎ নিশিকান্ত দুবে এবং জয় অনন্ত দেহদরাইয়ের বয়ান রেকর্ড করেছে। তাঁদের বয়ান শোনার পরই মহুয়াকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ অক্টোবর হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূল সাংসদকে। সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে মহুয়ার সমস্ত বিদেশযাত্রার তথ্যও চেয়েছে এথিক্স কমিটি। মহুয়া এদিন চিঠিতে এথিক্স কমিটির কাছে দাবি জানিয়েছেন, তাঁর সঙ্গেই ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকেও তলব করা হোক। তিনি এথিক্স কমিটির সামনেই তাঁকে ক্রস এক্স্যামিন করতে চান।