দুর্গা পূজোর কার্নিভালে বলিউডের তারকা সমাবেশে বর্ধমানে বর্ণময় অনুষ্ঠান।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি :  দুর্গা পুজোর মা কার্নিভালের পূর্ব বর্ধমান জেলার মূল অনুষ্ঠানটি হয় বর্ধমান শহরের প্রাণকেন্দ্র প্রবেশদ্বার কার্জন গেট চত্বরে। অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের বিশিষ্ট অভিনেত্রী ভাগ্যশ্রী, বলিউড তারকা আস রানী, বলিউড খ্যাত সঙ্গীতশিল্পী প্রশান্ত সমাদ্দার সহ অন্যান্যরা। বর্ধমান পৌরসভার সমস্ত ওয়ার্ড থেকেই ২৭ টি পুজো কমিটি প্রত্যেককে সুসজ্জিত হয়ে কার্নিভালে যোগদান করলে বর্ণময় অনুষ্ঠানটি রঙিন হয়ে ওঠে। ছৌ নাচ সহ লুকোশিল্পীরা নৃত্য সংগীতের তালে তালে হাজার হাজার দর্শকদের মন জয় করেন। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এদিনের সমগ্র অনুষ্ঠানটি মনিটরিং করেন। এবারের দুর্গা পুজোয় জেলা থেকে বারটি পুজো কমিটি বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার পেয়েছে। পুরস্কার প্রাপক পুজো কমিটিগুলি সমাজ সচেতনতার বার্তা দেওয়ার জন্য সুনিপুণভাবে বিভিন্ন ধরনের আঙ্গিক গুলি ফুটিয়ে তুলেছিল। প্রসঙ্গত উল্লেখ্য এদিনের কার্নিভালের অনুষ্ঠানে বলিউডের তারকাদের পাশাপাশি টলিউড সহ স্থানীয় শিল্পী রাও অংশগ্রহণ করেন। কার্নিভালে যেসব পুজো কমিটিগুলি অংশগ্রহণ করে সেগুলি হল : বহিলা পাড়া অদ্বিতীয়া মহিলা কল্যাণ সমিতি, ২০ নং ওয়ার্ড দূর্গা পূজো সমন্বয় সমিতি, তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ, পারবিরহাটা সার্বজনীন দুর্গা পুজো কমিটি পরিচালনায় নিবেদিতা সংঘ, গোলাহাট প্রগতি সংঘ, জোড়া মন্দির পুজো কমিটি, আলমগঞ্জ বারোয়ারী, ঘোড়দৌড় চটি সর্বজনীন দূর্গা পুজো কমিটি, ইসলাবাদ কিরণ সংঘ, লক্ষ্মীপুর মাঠ সার্বজনীন দূর্গা পূজা কমিটি, খালুই বিল মাঠ জিটি রোড গুডসেড রোড সার্বজনীন দূর্গা পুজো কমিটি, ৩১ নং ওয়ার্ড দুর্গোৎসব কমিটি, রথ তলা দুর্গাপুজো সমন্বয় সমিতি, লালটু স্মৃতি সংঘ, চৌরঙ্গী ক্লাব সার্বজনীন, সর্ব মিলন সংঘ, পাড়া পুকুর দুর্গাপুজো কমিটি, ইছলাবাদ ইউথ ক্লাব, কাঞ্চন নগর দূর্গা পুজো সমন্বয় কমিটি, বুড়িরবাগান সর্বজনীন দূর্গা পুজো কমিটি, ন্যাচারাল সিটি পুজো কমিটি, পদ্মশ্রী সংঘ, ভদ্রপল্লী সর্বজনীন দূর্গা পুজো কমিটি, বিবেকানন্দ সেবক সংঘ, সবুজ সংঘ। কার্নিভালের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি, পুলিশ সুপার আমানদীপ, সাংসদ সুনিল মন্ডল, সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহ-সভাধিপতি গার্গী নাহা, কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বাজিত প্রতাপপুর আশ্রমের অধ্যক্ষ স্বামী অজ্ঞানন্দ জি মহারাজ, বি ডি এর চেয়ারম্যান কাকলী তা গুপ্ত, বিধায়িকা শম্পা ধারা, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, পূর্ব বর্ধমান জেলার তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন কল্লোল কোনার ও সুদীপা সরকার।