|
---|
শেখ সিরাজ(হুগলি): ২৬ অক্টোবর বৃহস্পতিবার ধনিয়াখালীর হারপুর তরুণ সংঘ ও হারপুর ফুটবল একাডেমির উদ্যোগে হারপুর ফুটবল মাঠে রওশন আলি মল্লিক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। অনূর্ধ্ব ১৫ ফুটবল খেলায় ফাইনালে ১-০ গোলে বিজয়ী হয় হারপুর ফুটবল একাডেমি। বিজিত হয় আদি সপ্তগ্রামের সিধু কানহু কোচিং সেন্টার। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের নারায়ণ হাঁসদা। ম্যান অফ দ্যা ম্যাচ হয় বিজিত দলের নয়ন রায়। অনূর্ধ্ব ১৯ দলের ফুটবল ফাইনাল খেলায় জৌগ্রাম কোচিং সেন্টার গোটু নারায়ণ পাড়া ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী নৌশাদ মল্লিক, প্রধান অতিথি ছিলেন হিমাদ্রি কেমিক্যালসের কার্যনির্বাহী ডিরেক্টর শান্তিময় দে, সম্মানীয় অতিথি ছিলেন সাংবাদিক ও কবি শেখ সিরাজ, সমাজসেবী পরেশ দাস, সুনীল ভড়, অরূপ সরকার। সমগ্র খেলাটি পরিচালনা করেন হারপুর ফুটবল একাডেমির কোচ স্বরূপ সরকার।