নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল বাস, মৃত্যু ৬ জনের

নতুন গতি নিউজ ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল বাস। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রূপাহারের সারাই এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে নয়নজুলিতে পড়ে যায় বাসটি। মর্মান্তিক পথ দুর্ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক দুই জন যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। এঁদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।

    জানা গেছে, ঝাড়খণ্ড থেকে লক্ষ্মৌগামী পরিযায়ী শ্রমিক বোঝাই বেসরকারি বাস নিয়ন্ত্রন হারিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে নয়নজলিতে উল্টে যায়। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রূপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কে। চালক, খালাসি পলাতক। এখনও পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি।

    মর্মান্তিক এই দুর্ঘটনার পরেই স্থানীয়দের খবরে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী ও রায়গঞ্জ দমকল বাহিনী। নয়নজুলিতে পড়ে থাকা বাসে আটকে পরা পরিযায়ী শ্রমিকদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা এবং দমকল বাহিনীর কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছায় জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও। জেলা পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে পৌঁছন।

    বেশ কয়েকজন যাত্রীকে অখ্যত অবস্থায় উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছে প্রশাসনিক সূত্র। গুরুতর জখম দুই জন এবং মৃত একজনকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।বেশ কিছু যাত্রী বাসের তলায় চাপা পড়ে যায়। আটকে থাকা যাত্রীদের উদ্ধার করতে দুটি ক্রেন এবং একটি হাইড্রোলিক ক্রেন এনে গাড়িটিকে জল থেকে উপড়ে তোলা হয়। গাড়িতেই চাপা পড়ে মৃত্যু হয় পাচজনের। তাদের উদ্ধার করে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

    এদিকে গাড়ির চালক ও খালাসি পলাতক। বাসের যাত্রীরা জানিয়েছেন, চালক মদ্যপান করে গাড়ি চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় উদ্ধারকাজ এখনও চলছে। আরও কতজনের প্রাণ গিয়েছে তা নিয়ে এখনও সঠিক কিছু বোঝা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। তবে আহত ও নিহতদের অধিকাংশের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।