|
---|
নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌর সভার ২৬ নং ওয়ার্ডের গোদায় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজীর উদ্যোগে ১৪০০ পরিবারকে ২৮০০ প্যাকেটে ইফতার সামগ্রী প্রদান করা হয়। সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে টোটো করে এক শোভাযাত্রার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় এই ইফতার সামগ্রী। তৃণমূল নেতা কাঞ্চন কাজী জানান, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় ও বর্ধমান পৌর সভার প্রাক্তন পারিষদ খোকন দাশের আশীর্বাদ – সাহায্য – সহযোগিতার জন্য এই আয়োজন সম্ভবপর হল। তৃণমূল নেতা কাঞ্চন কাজী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যতটা সম্ভব সামর্থ্য নিয়ে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়াচ্ছে। বলাবাহুল্য,রমযান মাসে করোনা পরিস্থিতির জন্য জন্য ইফতার পার্টির আয়োজন করা সম্ভব না হলেও গোদায় এই বিরাট উদ্যোগে সংখ্যালঘু মুসলিম সমাজের মানুষের কাছে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিমত জেলার রাজনৈতিক মহলের। কেননা লকডাউনের ফলে শুধু মানুষের জীবন নয় অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষকরে সংখ্যালঘু মুসলিম সমাজের ।সেই নিরিখে তৃণমূল নেতা কাঞ্চন কাজীর এই উদ্যোগের ফলে তৃণমূলের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে মনে করছে স্থানীয় মানুষ।