|
---|
নতুন গতি , জলপাইগুড়ি : “জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্তের কাঁটাতার টপকে ভারতে ঢোকার পর ছয় বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করলো বিএসএফ । জানা গেছে, কাশ্মীরে আপেল বাগানে, শ্রমিকের কাজের আশায়, দালাল মারফত ঐ ছয় জন কাঁটাতার টপকে ভারতে ঢোকে। প্রথম দফায় চারজন কাঁটাতার টপকে ভারতে ঢুকতে সমর্থ হয়। এবং ট্রেন ধরতে পৌঁছে যায় নিউ জলপাইগুড়ি স্টেশন। সোমবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই বিএসএফ এর হাতে ধরা পড়ে যায় ওই চার বাংলাদেশী। সীমান্তে কাঁটাতার টপকে দুজন ঢোকার সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই নিউ জলপাইগুড়ি স্টেশনে থাকা ৪ জন বাংলাদেশি যুবকের খোঁজ পায় বিএসএফ ।
এর পরই তড়িঘড়ি বিএসএফ জওয়ানেরা নিউ জলপাইগুড়ি স্টেশনে অভিযান চালায়, এবং সাফল্য পায়। ধৃতরা সকলেই বাংলাদেশের ঠাকুর গঞ্জ জেলার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ছয়টি নকল আধার কার্ড,দুটি প্যান কার্ড, ছয়টি মোবাইল ফোন এবং ভারতীয় ২২ হাজার ৫৩৩ টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। আজ তাদের জলপাইগুড়ি আদালতে হাজির করবে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। তারা কিভাবে কোথা থেকে শিলিগুড়িতে এসে পৌছালো সেটা জানতে চেষ্টা করছে পুলিশ ।