বীরভূমের খয়রশোল ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান

বীরভূমের খয়রশোল ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান

    সেখ রিয়াজ উদ্দিন বীরভূম: করোনা ভাইরাসের আশঙ্কায় আশঙ্কিত বহু মানুষ, সরকারি নির্দেশ মোতাবেক লকডাউন সফলতার লক্ষ্যে গৃহবন্দি মানুষজন। কর্মহীন অসহায় দুঃস্থ ব্যাক্তিদের অবস্থা দৈনন্দিন খারাপের দিকে যাচ্ছে, স্থানীয় ভাবে আমরা অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে এসে ত্রাণ বিতরণ ব্যবস্থা করা হয়। এরপরে পশ্চিমবঙ্গ সরকারের পাশে দাঁড়ানোর ও ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে,যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হবে। সেই মোতাবেক খয়রশোল ব্লক তৃণমূল শিক্ষা সমিতির খয়রাশোল চক্রের পক্ষ থেকে প্রায় দুই লক্ষাধিক টাকা সংগ্রহ করা হয়েছে শিক্ষকদের কাছ থেকে। সেই অর্থ সংগঠনের জেলা সভাপতি অরিন্দম বোস মারফত শিক্ষা সংসদের সভাপতি ডঃ প্রলয় লায়কের হাত দিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করা হবে বলে এক সাক্ষাৎকারে জানান খয়রাশোল ব্লক তৃণমূল শিক্ষা সমিতির সভাপতি তথা সংগঠনের সদর মহকুমা সভাপতি প্রদীপ কুমার মন্ডল।আজ স্থানীয় শিক্ষক অরুনাভ রায়,মিলন ঘোষ, করুনাময় কর্মকার সহ কয়েকজন শিক্ষক কে সংগে নিয়ে সংগৃহীত টাকা রিলিফফান্ডে জমা দেয়ার প্রয়োজনীয় কাগজপত্র গুছানো তথা প্রস্তুতি লক্ষ্য করা যায়। করোনা যুদ্ধে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনে আবার ও সাহায্য করা হবে বলে উপস্থিত শিক্ষকদের অঙ্গীকার।