মামলার নথিতে অসঙ্গতি, তদন্তকারী অফিসারকে কোটে হাজির হয়ে ব্যাখ্যার নির্দেশ

আজিজুর রহমান, গলসি, বর্ধমান : মামলার নথিতে অসঙ্গতি থাকায় মারধরের ঘটনায় ৪ জনের জামিন মঞ্জুর করলেন বর্ধমান সিজেএম আদালত। মারধরের ঘটনায় সাগর বাগদি, গোবিন্দ কবিরাজ, বাপ্পা বাগদি ও অনুপ পালকে গ্রেপ্তার করা হয়। গলসি থানার ভুড়ি গ্রামে তাদের বাড়ি। শুক্রবার রাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের আইনজীবী প্রিয়াঙ্কা কোনার আদালতে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাদের নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হয়। এফআইআরে এবং নোটিশে মেরে ফেলার চেষ্টার ধারার কথা উল্লেখ রয়েছে। কিন্তু, এদিনের ফরোয়াডিং রিপোর্টে মেরে ফেলার চেষ্টার ধারার কথা লেখা নেই। মামলার নথিতে এ ধরণের অসঙ্গতির কথা উল্লেখ করে জামিন চান ধৃতের আইনজীবী। সরকারি আইনজীবী অবশ্য বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে চালানোর চেষ্টা করেন। তাতে আমল না দিয়ে ধৃতদের জামিন মঞ্জুর করেন সিজেএম। মামলার নথিতে এ ধরণের অসঙ্গতির কথা উল্লেখ করে তদন্তকারী অফিসারের রিপোর্ট তলব করেছেন বিচারক। আগামী সোমবার তদন্তকারী অফিসারকে সশরীরে হাজির হয়ে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে হবে।

    পুলিস জানিয়েছে, গত ২ মে বেলা দেড়টা নাগাদ ভুড়ি গ্রামের সত্যনারায়ণ বাগদি সহ কয়েকজন গ্রামের লক্ষ্মীতলায় বসেছিলেন। সেই সময় কয়েকজন কাটারি, কুড়ুল ও ধারাল অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা চালায়। তাঁদের মারধর করা হয়। হামলায় বেশ কয়েকজন জখম হন। স্থানীয় বাসিন্দারা এলে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিসের কাছে অভিযোগ জানালে ফল ভালো হবে না বলে হুমকি দেয় হামলাকারীরা। জখমদের আদড়াহাটি হাসপাতালে চিকিৎসা করানো হয়। ঘটনার দিনই গভীর রাতে সত্যনারায়ণ থানায় অভিযোগ দায়ের করেন।