গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও আক্রমণের ঘটনায় বীরভূমে গ্রেফতার ১

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: সম্প্রতি এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে এক ব্যক্তি৷ বাধা পেয়ে ওই মহিলাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করে সে৷ আক্রান্ত মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানা এলাকায়৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে মল্লারপুর থানার পুলিশ৷ উক্ত ঘটনাকে ঘিরে এলাকায় বেশ কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ সঠিক তদন্ত ও দোষী ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গৃহবধূ, বাড়ির সদস্য ও বাসিন্দারা৷

    স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মাঠে যাওয়ার সময় অভিযুক্ত ওই ব্যক্তি মহিলার পথ আটকায়৷ তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ৷ মহিলা বাধা দিলে ওই লোকটি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে৷ মহিলাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে দাবি আক্রান্তের৷ জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷ এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশ অভিযুক্ত ব্যক্তিটিকে গ্রেফতার করে৷ ধৃতের নাম বিলাস পাল৷ বাড়ি সংশ্লিষ্ট থানা এলাকায়৷ অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন অনেকে৷ বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধিরা আক্রান্ত মহিলার সঙ্গে হাসপাতালে দেখাও করেন বলে সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে৷