ভূতনাথ মন্দির সেবা সমিতির উদ্যোগে প্রায় ২০০ দুস্থ মানুষের পাশে সদস্যরা

নিজস্ব প্রতিবেদক : লকডাউনে কর্মহীন প্রায় ২০০ দুস্থ মানুষের পাশে দাঁড়ালো ভূতনাথ মন্দির সেবা সমিতির সদস্যরা। সোমবার মালদা শহরের রামনগর কাচারী এলাকায় মন্দির প্রাঙ্গণে খাদ্য সামগ্রী তুলে দেন মন্দিরের সদস্যরা। দীর্ঘ লকডাউন এর কারণে কর্মহীন হয়ে পড়েছে, ক্ষৌরকর্মে সঙ্গে যুক্ত মানুষ, টোটো চালক, রিকশাচালক, চর্ম শিল্পী, মোমো বিক্রেতাসহ অন্যান্য পেশায় যুক্ত থাকা মানুষেরা। ভূতনাথ মন্দিরের সদস্যদের উদ্যোগে দুই শতাধিক দুস্থ মানুষের হাতে চাল, আলু এবং সাবান তুলে দেওয়া হয়।

    https://youtu.be/GkfiPeuJft8

    উপস্থিত ছিলেন, মন্দিরের সেবায়েত অসীম চক্রবর্তী, সভাপতি গৌড় দাস, সম্পাদক চন্দন বসাক সহ অন্যান্য সদস্যরা। তারা জানিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে লকডাউনে কর্মহীন মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।