|
---|
আজিজুর রহমান : গলসির পুরসা হাসপাতালে মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির। মৃতের নাম সেখ আবু সুফিয়ান। বয়স আনুমানিক ৫২ বছর। তিনি গলসি থানার পারাজ গ্রামের বাসিন্দা। স্থানীয় এক প্রতক্ষ্যদর্শীরা জানান, এদিন তিনি তার ছেলে সেখ আসাদুলের মোটর সাইকেলে চড়ে গলসি লায়ন্স ক্লাবে চোখের চিকিৎসা করাতে এসেছিলেন। সেখান থেকে মোটর সাইকেলের পিছনে চড়ে পারাজ ফিরছিলেন। মোটর সাইকেলটি ২ নং জাতীয় সড়কের ধার বরাবরই আসছিল। তারা দুপুর আড়াইটা নাগাদ পুরসা হাসপাতালের কাছে এলে একটি টোটো আচমকা রাস্তায় উঠিয়ে দেয়। ফলে তার পা টোটোটে লেগে যায় তিনি আচমকা রাস্তার ধারে পরে যান। তখনই পিছনে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাকায় পৃষ্ঠ করে দেয়। এর ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মৃত ব্যাক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠান। সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক গাড়ির খোঁজ শুরু করেছে পুলিশ। এমন দুর্ঘটনার জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া।