বাচিক শিল্প প্রশিক্ষণ কর্মশালা নন্দীগ্রাম সিতানন্দ কলেজে

সেক আতিউল্লা (সম্রাট ), চন্ডিপুর , পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রাম সিতানন্দ কলেজ এর সহযোগিতায় সুসম্পন্ন হলো বাচিক শিল্প প্রশিক্ষণ কর্মশালা (বিহান) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতার ও অসংখ্য বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রী বিশ্বজিৎ চক্রবর্তী ও মধুমিতা বসু ।
কর্মশালার উদ্দেশ্য হলো সুন্দর কথা সুন্দর সুর মানুষের মনকে ছুঁয়ে যায়। আর তাই সবাই সুন্দরভাবে কথা বলতে চায়, সুন্দর কথা শুনতে চায়। ছোট বেলা থেকে যাতে ছেলেমেয়েরা সুন্দরভাবে কথা বলতে শেখে, সেজন্য বাবা-মায়েরা তাদের সন্তানদের সঙ্গে শুদ্ধ উচ্চারণে কথা বলেন। সবারই চেষ্টা থাকে সুন্দর কথা বলবার জন্য। তবে কিছু কিছু মানুষ আছে যারা শুধু সুন্দর করেই কথা বলেন না, তাদের কথা হয় শিল্প। হ্যাঁ, তারা বাচিক শিল্পী।

    বাচিক শিল্পীরা খুব দ্রুত মানুষের মনে জায়গা নেয়। হয়ে উঠে নিজ অঙ্গনে জনপ্রিয়।একটা ভাল আবৃত্তি কি ভাবে আমাদের নাড়িয়ে দিতে পারে, কি ভাবে আমাদের নিভৃত প্রহরগুলো সংক্রমিত
    করে দিতে পারে, তা বোঝা যেত আবৃত্তি শিল্পীদের গলায় রবিন্দ্রনাথ, নজরুল, সুকান্ত শুনে।