|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
২রা জানুয়ারী বই দিবস উপলক্ষে ইচ্ছা ডানার পক্ষ থেকে কাটোয়া ২নং ব্লকের চাণ্ডুলী গ্ৰামের দক্ষিণ পাড়ায় প্রাথমিক স্কুলের ১২০ জন বাচ্চাদেরকে পেন্সিল বক্স, পেন্সিল রবার্ট রবার ও খাতা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সমর দেবনাথ, সুকান্ত, সুকান্ত ভট্টাচার্য, অভিজিৎ বৈদ, ডালি চক্রবর্তী। বাচ্চারা পেন্সিল বক্স, খাতা পেয়ে খুব খুশি। এলাকাবাসীরা এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।