সচেতনতা বাড়াতে মানুষের খুব কাছে “চলো পাল্টাই”

সংবাদদাতাঃ মহিষাদল : ১ লা জানুয়ারি বছরের প্রথম দিনে সবাই যখন পিকনিকের আনন্দে মেতে উঠেছেন। ঠিক তখনই চলো পাল্টাই গ্রুপ হাজির হল সেই মানুষদের মধ্যে সামাজিক দায়বদ্ধতার চেতনা ফেরাতে । অনেকেই খাওয়ার পরিবেশনের জন্যে থার্মকল এর প্লেট নিয়ে এসেছিলেন। গত ২৫ শে ডিসেম্বর ও ৩১ শে ডিসেম্বর পিকনিকে অনেকেই প্রশাসনের কথা উপেক্ষা করে থার্মকল এর প্লেট ব্যবহার করেছেন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে। সেই সব ঘটনা দেখে পূর্ব মেদিনীপুর জেলার চলো পাল্টাই নামে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক আবেদন নিয়ে গেঁওখালি ত্রিবেনী সঙ্গম এর পিকনিক স্পটে বছরের প্রথম দিনে থার্মকল এর প্লেট নিয়ে শাল পাতার থালা তুলে দেয় মানুষের হাতে। এই কর্মসূচী তে সহযোগিতা করেন মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস ও উপস্থিত ছিলেন গেঁওখালী বিট হাউসের পুলিশ কর্মকর্তা আইসি অরুণ কান্তি আচার্য। স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ থেকে পিকনিক করতে আশা মানুষ জন। সংগঠনের সম্পাদক মধুসূদন পড়ুয়া জানান পরিবেশ কে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার তাই এই কাজে আরো বেশি করে মানুষ কে উদ্বুদ্ধ করতে হবে। এর জন্যে সকলের সহযোগিতা প্রয়োজন।