|
---|
মহঃ সফিউল আলম ,রাজনগর : বীরভূম জেলার রাজনগরে মালিপাড়া , মশালচিপাড়া লাগোয়া মীরসাহেবের আমলে নির্মিত প্রাচীন ঐতিহাসিক মসজিদটি অবস্থিত ৷এখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে হজরত মীরসাহেবের পবিত্র মাজারটির অবস্থান ৷ আজ থেকে কয়েকশ বছর পূর্বে মীরবাবা এটি নির্মাণ করান বলে কথিত ৷মসজিদটি তে সুক্ষ্ম কারুকার্য আজও চোখে পড়ে ৷তবে মসজিদটি বর্তমানে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে ৷ এটি দ্রুত সংস্কার করা দরকার বলে মনে করছেন ইতিহাস প্রেমী মানুষ থেকে আমজনতা সকলে ৷এবিষয়ে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং হেরিটেজ কমিশনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় বাসিন্দারা বলেন , ” শতাধিক বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে প্রাচীন এই মসজিদটি ৷ সংস্কার করা না হলে অচিরেই এটি হারিয়ে যাবে ৷ এই ধরণের স্মৃতিস্মারকের যে ঐতিহাসিক মূল্য অপরিসীম তা তাঁদের কথাবার্তাতেই স্পষ্ট ৷ তাঁদের প্রত্যাশা , কর্তৃপক্ষ নিশ্চয় এই ধরণের প্রাচীন নিদর্শনগুলি সংস্কার করবেন ৷রাজনগরের অন্যান্য নিদর্শন ও প্রাসাদগুলি পর্যটকরা এসে ঘুরে দেখলেও যথাযথ প্রচার প্রসারের অভাবে এটি আজও অনেকখানি প্রচারের বাইরে ৷ এটির গুরুত্ব বিবেচনা করে সরকারী ভাবে যথাযথ পদক্ষেপ জরুরী বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের একাংশ ৷