মোহাম্মাদিয়া হাইমাদ্রাসায় ৫০ তম প্রতিষ্ঠা দিবস পালিত

সংবাদদাতাঃ কালিয়াচক: ২ জানুয়ারি বুধবার মর্যাদার সাথে কালিয়াচকের ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া হাইমাদ্রাসার (উ:মা) প্রতিষ্ঠা দিবস পালিত হয় । এই উপলক্ষে সকাল থেকেই কয়েকশো ছাত্রছাত্রী ক্লাসে কোরান তেলাওয়াত অংশ নেয়। এই মাদ্রাসা ১৯৭০ সালে পথ চলা শুরু করে । স্বাভাবিকভাবে সুবর্ণজয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে এলাকার ঐতিহ্যবাহী এই মাদ্রাসা । প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে এক মিলাদের আয়োজন করা হয় । এলাকার বহু প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মিলাদে ভাষন দেন মৌলানা কারী আলকায়েশ , মৌলানা সাজিদ আলি নাঈমী প্রমুখ ।এছাড়া ও উপস্থিত ছিলেন এই মাদ্রাসা শিক্ষক্ তথা মালদা জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান মিঞা, পরিচালন কমিটির সম্পাদক গোলাম মোস্তাফা কামাল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষা কর্মী, ছাত্র ছাত্রী , কমিটির সদস্য সহ অনেকে । সভায় প্রারম্ভিক ভাষনে প্রধান শিক্ষক মাহিবার রহমান বলেন,” আজ এক গৌরবের দিন । ৫০ বছরে পা দিল এই মাদ্রাসা । আগামীতে সূচনা হবে ও সকলকে নিয়ে বর্ণাঢ্য ভাবে উদযাপিত হবে সুবর্ণজয়ন্তী উৎসব । এই মাদ্রাসা ক্রমশ রাজ্যের মানচিত্রে আরো সুনামের সঙ্গে জায়গা করতে পারে সচেষ্ট রয়েছি আমরা । ” এই মাদ্রাসায় ছাত্র ছাত্রীর প্রায় ৩৭০০ হাজার । অনুষ্ঠানের শেষে সকলের মঙ্গলকামনা করে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া প্রার্থনা করা হয় ।