ত্রিতীর্থ পায়ে পায়ে পঞ্চাশ পৌছলো

বিশ্বদীপ নন্দী,বালুরঘাট –

    নাটকের শহর বালুরঘাটের নামের সাথে ত্রিতীর্থের নাম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। দেবাংশী,পীরনামা,দেবীগর্জন, সহ রাজ্যের বিভিন্ন কালজয়ী নাটকের সৃষ্টি কর্তা এই নাট্য সংস্থা পায়ে পায়ে পঞ্চাশ বছরে পদার্পন করল। এই উপলক্ষ্যে ত্রিতীর্থের পক্ষ থেকে চারদিনের একটি নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। আজ ছিল তার প্রথম বা উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অতিরিক্ত জেলা শাসক কৃত্তিবাস নায়েক, ম্যাকেন্টোস বার্নের চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শান্তনু চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। আজ সংস্থার পক্ষ থেকে সংস্থার বর্ষীয়ান অভিনেতা নির্মলেন্দু তালুকদার কে সংবর্ধনা দেওয়া হয়। আজ নির্মলেন্দু তালুকদারের হাতেই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের সুচনা হয়। এই অনুষ্ঠান উপলক্ষ্যে সংস্থার পক্ষ থেকে তাদের বিখ্যাত নাটক গুলির অংশ বিশেষ শ্রুতি নাটকের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়। প্রতি অংশ পরিবেশনার আগে প্রখ্যাত নাট্যকার হরিমাধব মুখার্জি নাটকটির সম্পর্কে দর্শকদের যেভাবে বুঝিয়ে দিচ্ছিলেন তাতে প্রতিটি নাটকের সাথে দর্শক রা একাত্ম হয়ে পরছিলেন। শহরে ঐতিহ্যের অঙ্গ ত্রিতীর্থে পঞ্চাশ বছর উপলক্ষ্যে শহরের নাট্যমোদী মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।