|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ফের অঘটন! জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হল। মৃত প্রৌঢ়ের নাম দীপক চৌধুরী। বয়স আনুমানিক ৬৫। ঘটনাটি ঘটেছে আগরপাড়া তারাপুকুর অঞ্চলে। খড়দহ থানার পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে বলরাম হাসপাতালে নিয়ে যান।
বুধবার রাত সাড়ে দশটা নাগাদ বাড়ির বাইরে আসেন দীপকবাবু। তিনি বুঝে উঠতে পারেননি গেটের সামনে জমা জলের মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রয়েছে। সেই তারে পা লাগতেই তড়িদাহত হন তিনি। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর।
উল্লেখ্য গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জল জমে রয়েছে কলকাতা এবং শহরতলির আনাচকানাচে। সেই জমা জলের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। মঙ্গলবারই খড়দহের পাতুলিয়া অঞ্চলে বাড়িতে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিলেন বাবা-মা ও সন্তান।
আবার বুধবারেও মর্মান্তিক ঘটনা ঘটে দমদমে। দক্ষিণ দমদম এর নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রেয়া বণিক এবং অনুষ্কার নন্দী রাস্তায় বেরিয়ে খেলাচ্ছলেই ল্যাম্পপোস্ট ছুঁয়েছিল কিছুক্ষণের মধ্যেই ষষ্ঠশ্রেণির দুই পড়ুয়ার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। একই সঙ্গে ক্ষোভ উগরে দেয় এলাকার বহু সাধারণ মানুষ। সিএসসি এই ঘটনার দায় নিতে চায়নি। তাদের বক্তব্য় রাস্তার পোস্টে বিদ্যুৎ সংযোগের দায়িত্বে থাকে পুরসভা। কিন্তু এই দড়িটানাটানি মধ্যে যে সাধারণ মানুষের প্রাণ বিপন্ন তা অস্বীকার করছেন না কেউই।