|
---|
সৌগত মন্ডল,নতুন গতি, রামপুরহাট:-এদিন বীরভূমের রামপুরহাট 2 নম্বর ব্লকের মারগ্রাম পোস্ট অফিসে বামফ্রন্টের কেন্দ্রীয় কমিটির আদেশে সারা ভারত হরব্লক ও মাড়গাম লোকাল কমিটির উদ্যোগে পাঁচ দফা দাবি নিয়ে ,কেন্দ্রীয় সরকারের অফিস গুলিতে ডেপুটেশন জমা দেন বামফ্রন্টের কর্মীরা ডেপুটেশনে তাদের বিভিন্ন দাবি-দাওয়া উল্লেখ করেন যেমন-(১) প্রত্যেক পরিবারকে 10 হাজার টাকা করে অনুদান দিতে হবে, যাদের ইনকাম ট্যাক্স ফাইল নেই। (২) প্রত্যেক পরিবারকে ছমাসের রেশন খাদ্য দ্রব্য দিতে হবে, এপিএল বিপিএল উভয়কে বিনামূল্যে । এই সমস্ত বিভিন্ন দাবি-দাবা নিয়ে মাড়গ্রাম পোস্ট অফিসে ডেপুটেশন জমা দেন। এদিন ডেপুটেশনে উপস্থিত ছিলেন বামফ্রন্টের স্থানীয় নেতা কামাল হোসেন, মান্নান শেখ, এছাড়া উপস্থিত ছিলেন বেশ কিছু বামফ্রন্ট কর্মী। সকলেই প্রশাসনের নিষেধাজ্ঞাকে মান্য করে, দূরত্ব বজায় রেখে ও মুখে মাক্স নিয়ে এই ডেপুটেশনে সামিল হন।