|
---|
শ্রীমন্ত মুখার্জী,নতুন গতি, বীরভূম:-
করোনার বিরুদ্ধে ৭% ভোট পাওয়া দলের ১০০% দেওয়ার প্রচেষ্টা”
এই বলেই শুরু করেন গ্রামের পরিচিত CPI(M) কর্মী লাল্টু।। সত্যিই তো, শেষদিন টিভির পর্দায় দাদার মুখে একটা সংখ্যা শোনার পর খাতাকলম নিয়ে সবাই বসে পরেছিলেন ২ এর পিঠে কত গুলো শুন্য বসে সেই দেখতেই।
কারণ সাধারণ মানুষের ঝুলিতে সেই শুন্যগুলিই তো প্রাপ্তির তালিকায়।। এদিকে চাল চোরেদের পাকে পরে সাধারণ খেটে খাওয়া মানুষ গুলি বা যারা দিনমজুরি করতেন তাদেরও দুমুঠো ফ্যান-ভাত কত দিন জুটবে সেটাও কপালে ভাঁজ ফেলার বিষয়।
রামপুরহাট ১নং পূর্ব এরিয়া কমিটির শোঁয়াসা ও তেলডাহা, মুড্ডা গ্রামে আজ কের এই কর্মসূচী তে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক কম: সঞ্জীব মল্লিক, কম: স্বপন পাল, কম: আনাল হক, কম: সুকৃত মন্ডল, কম: পার্থ প্রতীম গুহ,কম: সৌগত রায়, কম: শাহাজাদা রাহী, কম: আব্দুল আমিন, কম: কার্তিক বাগদি প্রমুখ। না পাওয়ার দীর্ঘ তালিকায় কিছুটা স্বস্তি দিল লাল পার্টি।।