মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল, কলম, মাক্স, বিলি সাগরদিঘীতে

রহমতুল্লাহ, সাগরদিঘী : গত ৭ই মার্চ সোমবার থেকে শুরু হয় এবছরের মাধ্যমিক পরীক্ষা। আজ তার পঞ্চমদিন। মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড়ো পরীক্ষা। এদিন মুর্শিদাবাদের সাগরদিঘীর সংসাবাদ হাই স্কুলে ২৭৮ জন মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম জলের বোতল ও মাক্স তুলে দেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে এবং সাগরদিঘী থানার ওসি শ্রী সুমিত বিশ্বাস মহাশয় এর বিশেষ সহযোগিতায়। সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি রাধারানী দেবনাথ জানান মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা বাড়াতেই এই কর্মসূচি এবং সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস এর বিবাহ বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংসাবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক মইনুল হাসান, বাড়ালা গ্রাম পঞ্চায়েত প্রধান নেবুল চন্দ্র মার্জিত, বাড়ালা গ্রাম পঞ্চায়েত সরকারি কর্মচারী কাত্তিক রায়, প্রশান্ত কুমার দাস, সৈয়দ আলী মল্লিক, সন্দীপ ভট্টাচার্য, সুখেন মন্ডল, তরুণ কুমার মন্ডল, মীর মাসিদূর রহমান, সুভাশ রলুই, সুমন সরিফ প্রমূখ।