|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ফের একই চিত্র দেখা গেল রাজ্যের বিধানসভায়। এদিন গেরুয়া বিক্ষোভের মুখে পড়তে হয় সদ্য দায়িত্ব পাওয়া রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে।
বাজেট পেশের ঠিক ১৪ মিনিটের মাথায় বিক্ষোভ শুরু করে বিজেপি। তবুও তিনি থামেননি। স্লোগান ওঠে দুই পক্ষ থেকে। বিজেপিকে থামতে অনুরোধ করেন স্পিকার। বাজেট পড়া শেষ হওয়ার আগেই অধিবেশন ওয়াক আউট করে বিজেপি।
এদিন বাজেট পেশের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন “আমাদের মুখ্যমন্ত্রী বরাবরই ইতিহাস তৈরি করেছেন। আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে। তিনি যে আমাকে বাজেট পেশ করার এই সুযোগ দিয়েছেন, সেটা আমার কাছে এমন এক মুহূর্ত বলে বোঝাতে পারব না। আমি তাঁকে শ্রদ্ধা জানাই।” মু্খ্যমন্ত্রীর কবিতার মাধ্যমে বাজেট শেষ করেন তিনি।
এদিকে সরকারকে তুলোধোনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য “প্রতিটি প্রধানমন্ত্রীর প্রকল্পের নাম পাল্টে দিয়েছে রাজ্য সরকার। বার্ধক্যভাতার ৮০ শতাংশ টাকা দেয় কেন্দ্র। অথচ ধার চাই, জিএসটি-র ভাগ চাই। বিধানসভায় অসত্য কথা বলছেন, শুনে যেতে হবে?”