|
---|
সুবিদ আলি মোল্লা, নতুন গতি : গোবরডাঙ্গা সেবা ফার্মাস সমিতির উদ্যোগে সমিতির নিজস্ব সভা গৃহে ৪৩ তম সাহিত্য সভা, সম্বর্ধনা ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল। গত ২৪ শে জুন ,২০২৩ প্রতি মাসের মত শেষ শনিবার সাহিত্য বাসরে উত্তর ২৪ পরগনার পাশাপাশি কলকাতা ,নদীয়া প্রভৃতি এলাকার কবি সাহিত্যিক ও সাংবাদিক বন্ধুরা সমবেত হন । শিশু শিল্পী অনিক ঘরামির সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বরচিত কবিতা পাঠে অন্যান্যদের মধ্যে অংশ নেন রাজু সরকার ,প্রবীর কুমার হালদার ,মিন্টু বারুই, বিধানচন্দ্র মন্ডল ,গৌরাঙ্গ দাস ,তপন দাস ,মহম্মদ বাকী বিল্লাহ মন্ডল ,কৃষ্ণ প্রসাদ ব্রহ্ম, গোপাল পাত্র, জয়ন্তী নাথ ,সমীর বরণ দত্ত ,দীপক মন্ডল, স্বপন হালদার সহ প্রায় ৪০ জন কবি। ছোট গল্প পাঠ করেন সুবিদ আলী মোল্লা। সংগীত পরিবেশন করেন কেয়া দেবনাথ । শিশু শিল্পী সম্পূর্ণা দের পরিবেশিত নৃত্য দর্শকদের মন ছুঁয়ে যায়। এরপর মঞ্চ থেকে প্রকাশিত হয় টুলু সেন সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘বাণীবীথিকা’। প্রকাশ করেন লেখিকা কেয়া দেবনাথ। বাণীবীথিকা-র পক্ষ থেকে সেবা ফার্মাসের সম্পাদক গোবিন্দলাল মজুমদারকে সম্মানিত করা হয়। এদিনের মঞ্চে সেবা ফার্মাসের পক্ষ থেকে ঔপন্যাসিক – লেখক, চিত্রকর অসিত দালাল কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁর হাতে তুলে দেওয়া হয় স্মারক ,মানপত্র ,উপহার এবং উত্তরীয় । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যমুনামতী পত্রিকার সম্পাদক সরোজ কান্তি চক্রবর্তী । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি পাঁচু গোপাল হাজরা।