|
---|
সেখ সামসুদ্দিন : ১৩ ফেব্রুয়ারি মেমারি প্রিমিয়ার লিগ এম পি এল ২০২২ এর আজ চূড়ান্ত খেলা হয়। গত ১১ফেব্রুয়ারি থেকে ১৬ টি টিমকে নিয়ে ৭ম এমপিএল শুরু করে ১২ ও ১৩ ফেব্রুয়ারি এই তিনদিনের আজ চূড়ান্ত খেলা করা হয়। মাঠে উপস্থিত ছিলেন রাজ্য যুব নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি বিধায়ক অলোক কুমার মাঝি, জেলা যুব নেতা শুভঙ্কর কোনার, মেমারি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন বিষয়ী সমাজসেবী নিত্যানন্দ ব্যানার্জী, ব্যবসায়ী সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা, প্রাক্তন কাউন্সিলর বিদ্যুৎ দে ও সেখ আসাদউদ্দিন, এম পি এল এর সভাপতি সুকান্ত হাজরা সহ এমপিএল এর সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। চূড়ান্ত খেলায় রানার্স সানা গারমেন্টস এন্ড কনস্ট্রাকশন এবং চ্যাম্পিয়ন হয় মির্জা ট্রাভেলস মহানন্দ। সানা গারমেন্টস ৬ ওভারে ৫১ রানের টার্গেট রাখলে মির্জা ট্রাভেলস ৪ ওভারেই ২ উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। ফেয়ার প্লে পুরস্কার পায় পি পি মেমোরিয়াল হাওড়া, ম্যান অফ দ্য ম্যাচ মির্জা ট্রাভেলসের দীপক ম্যান অব দ্যা সিরিজ এবং সেরা ব্যাটসম্যান মির্জা ট্রাভেলসের ছোটকা দাস, বেস্ট উইকেট কিপার সানা গার্মেন্টসের অরূপ কর্মকার, বেস্ট বোলার সেন নির্বাচিত হয চ্যাম্পিয়ন টিমকে ৭০ হাজার টাকা ও ট্রফি এবং রানাস টিম কে ৫০ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়।