বীরভূমে বিস্ফোরণ কান্ডে লাভপুর থানায় বিজেপির বিক্ষোভ

খান আরশাদ, বীরভূম:বীরভূমের লাভপুরে বিস্ফোরণ কান্ডে   জড়িত সন্দেহে বিজেপি কর্মীদের গ্রেপ্তারের পপরিপ্রেক্ষিতে বিক্ষোভ দেখালো বিজেপি। গতকাল লাভপুরের উপস্বাস্থ্য কেন্দ্রের একটি পরিত্যক্ত আবাসনে বিস্ফোরণের ফলে আবাসনটির একদিকের কংক্রিটের দেওয়াল সম্পুর্ণ ভেঙ্গে পড়ে।

    ঘটনায় যুক্ত সন্দেহে পুলিশ বৃহস্পতিবার রাত্রে তিনজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। বিজেপির দাবী তারা কোনও ভাবেই ওই বিস্ফোরণ কান্ডের সাথে যুক্ত নয়। পুলিশ তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। পুলিশ কোনওরকম তদন্ত না করেই তৃনমূলের কথামতো তাদের গ্রেপ্তার করেছে।
    এই বিস্ফোরণের মাত্র দুই দিন আগেও বীরভূমের মল্লারপুরের একটি ক্লাবে বিস্ফোরণ হয়। তৃনমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল তখন অভিযোগ করেছিলেন ওই ক্লাবে বিজেপি কর্মীরা আসাযাওয়া করে। এই কাজটি তাদেরই। পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে বোমা তৈরির মশলা এনে এখানে জমা করতো তারা। এসব বিজেপিরই কাজ বলে অভিযোগ করেন অনুব্রত। যদিও ক্লাব কতৃপক্ষ জানায় ক্লাবের বাইরে থেকেই বিস্ফোরণ হয়েছে। এবারেও তৃনমূল কর্মীরা এই বিস্ফোরণের জন্য বিজেপিকেই দায়ী করেছেন।
    অপর দিকে বিজেপি নেতা কৃশানু সিংহ অভিযোগ করে বলেন স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত আবাসনে বিস্ফোরণের ঘটনায় পুলিশ শাসক দলের কথামতো বিজেপি কর্মীদের বিনাদোষে গ্রেপ্তার করে নিয়ে গেছে। ঘটনার পপরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত্রে লাভপুর থানার লাঘোষা গ্রামের বিজেপি নেতা বুলি শেখ সহ তিনজনকে গ্রেপ্তার করে। এই অভিযোগ তুলে বিজেপি কর্মী-সমর্থকরা শুক্রবার লাভপুর থানার সামনে বিক্ষোভ দেখান।
    এদিকে অভিযুক্ত তিন বিজেপি কর্মীকে শুক্রবার বোলপুর আদালতে তোলা হয় এবং বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।