তৃণমূলে যোগদান করলেন বিষ্ণুপুর বিজেপি বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য

আলম সেখ, নতুন গতি : ২০২১ সালে বিধানসভা নির্বাচন, হাতে মাত্র কয়েকমাস যদিও এখন মহামারী করোনা ভাইরাসের সময় তবুও জোর কদমে শুরু হয়ে গেছে ভোটের প্রস্তুতি। সম্পূর্ণ রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে দল পরিবর্তনের কার্যকলাপ। প্রতিদিন বিভিন্ন জেলায় হাজার হাজার কর্মী বিজেপি থেকে সিপিআইএম থেকে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ করেই চলেছে। এবার খোদ বিজেপির বিধায়ক তৃণমূলে যোগদান করলেন ।

    আজকে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত বাঁকুড়ার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য তাঁর সমর্থকদের নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। কার্যালয়ে তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন শ্যামল সাঁতরা।

    ১৯৬৫ সাল থেকে টানা ২৫ বছর বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে আছেন উনি गायब ২০১৯ সালে লোকসভা ভোটের সময় ঘাসফুল শিবির ছেড়ে পদ্মফুল শিবিরে যোগ দেন তিনি। বছর ঘুরতেই মোহভঙ্গ। শুক্রবার ফের তিনি যোগ দিলেন তৃণমূলে। কেন বছরখানেকের মধ্যে দলবদল করলেন তিনি তা উনি নিজেই বললেন – মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করে চলেছেন তাঁর কাজের সঙ্গী হতে আমার তৃণমূলে আসা। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা মানুষের পাশে থেকে কাজ করেন। আর সে কারণেই সাধারণ মানুষের কাছে মুখ্যমন্ত্রী এত জনপ্রিয়। মুখ্যমন্ত্রীর সৈনিক হিসেবে যোগদান করতে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় আসা।

    তাছাড়া কিছুদিন আগে হাওড়ায় বিজেপি, সিপিএমে বড়সড় ভাঙন ধরে। দল ছেড়ে তৃণমূলে যোগ দেন কমপক্ষে এক হাজার কর্মী। দক্ষিণ হাওড়া, মধ্য হাওড়া এবং শিবপুর এই তিন বিধানসভা কেন্দ্রের কর্মীরাই মূলত দলত্যাগ করে ঘাসফুল শিবিরের শক্তি বৃদ্ধি করে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। কয়েকদিন আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ূন কবির তিনিও তৃণমূলে ফিরে আসেন, ওনার যোগদান সভায় মুর্শিদাবাদের বহরমপুরে প্রচুর পরিমান জনসাধারণ উপস্থিত হন।