|
---|
সংবাদদাতা : ২৩এপ্রিল,বৃহস্পতিবার, বালিপুর উত্তরপাড়ায় খালিদ ভাই মসজীদ তলা থেকে সজাগ মঞ্চের উদ্যোগে-প্রতিষ্টানের প্রতিষ্টাতা সভাপতি সেখ আফতাব উদ্দিন সরকারের উৎসাহে অনুপ্রেরনায় বালিপুর, উদনা, পান্থহরি, ঘোলদিগরুই পূর্বরাধানগর,ও বন্দাইপুর সহছয়টি গ্রামে ২০০টি অসহায় পরিবারকে ইফতার সামগ্রী তুলে দিলাম সম্পূর্ন লকডাউন মেনে।
সজাগ মন্চের সম্পাদক সেখ বাহারুল ইসলাম যার যার সাধ্যমত এখন এই কঠিন পরিস্থিতীতে এই করোনা ভাইরাসে এই অসহায় দুঃস্থ মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি আর ও জানান আগামী দীন এই কর্ম সূচী আমাদের জারি থাকছে এবং এই কাজে অগ্রনী ভুমিকা পালন করছেন মঞ্চের সহসভাপতি সেখ আলি হোসেন(পিন্টু) কোষাধক্ষ সেখ ইয়াসিন আলি প্রমুখ।