|
---|
ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা, অবশেষে এক আহত ব্যাক্তিকে উদ্ধার করল হাওড়া জেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা
ইলিয়াস মল্লিক, হাওড়া: জগৎবল্লভপুর ব্লকের নরেন্দ্রপুর গ্রামের মেন রাস্তার ধারে এক গুরুতর আহত ব্যাক্তিকে উদ্ধার করে কিছু চাষি মানুষ। প্রাথমিক চিকিৎসার জন্য ঐ ব্যাক্তিকে তৎপরতার সাথে স্থানীয় গোয়ালপোতা হাসপাতাল ভর্তি করা হয়। ঐ ব্যাক্তিকে সম্ভাবত শনিবার রাতে নির্মম ভাবে নির্যাতিত হয়। ঐ ব্যাক্তির ছুরি দিয়ে গলার শিরা কেটে দেওয়ার ফলে অতিরিক্ত রক্তক্ষরন হয়। শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে কোপানো হয়। আসামী ঘটনাস্থলেই ব্যবহৃত ছুরি টি ফেলে পালায়। সূত্রের খবর ঐ আহত ব্যাক্তি তারকেশ্বর এর বাসিন্দা, ব্যাক্তিগত শত্রুতার জেরে তাকে অপহরন খরে খুন করার চেষ্টা করে আসামিরা। বর্তমানে ঐ ব্যাক্তির সুচিকিৎসার জন্য তাকে হাওড়া হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে।
এই ঘটনায় শঙ্করহাটি ২ নং অঞ্চলের প্রধান সেখ বরকতুল্লাহ সাহেব ও উপপ্রধান জে.বি.পুর পুলিশকে উপযুক্ত তদন্তের আবেদন করেছেন।