|
---|
সেখ সামসুদ্দিন : ৩১ অক্টোবর, মেমারি বিধানসভা ও মেমারি শহরের উদ্যোগে কৃষ্টি পেক্ষাগৃহে বিজয়া সম্মেলনী করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা সভাধিপতি তথা শম্পা ধাড়া, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জামালপুরের বিধায়ক তথা জেলা যুব সভাপতি অলোক মাঝি, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, জিলা পরিষদ সহ সভাধিপতি তথা রাজ্যের মুখপত্র দেবু টুডু, জেলা তৃণমূলের মুখপত্র প্রসেনজিৎ দাস, জেলা, বিধানসভা তথা দুই ব্লকের ও শহর-অঞ্চলের সকল শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ। এদিন উপস্থিত সকল নেতৃত্ব মঞ্চে সমালোচনার ঝড় তোলেন বলা যায়। বক্তব্যের মাধ্যমে নেতা কর্মীদের একপ্রকার সবক দিয়ে যান। শহর সভাপতি স্বপন ঘোষাল ও বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য সাংবাদিকদের বলেন নেতৃত্বের দেয়া নির্দেশ মোতাবেক চলার ও চালানোর চেষ্টা করবেন।