অসুস্থ মহিলাকে হুইল চেয়ার প্রদান করলো মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, মেদিনীপুর: কেশপুর ব্লকের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি সারা বছরই মানুষের পাশে কোনো না কোনো ভাবে থাকে। মুগবসান গ্রামেরই এক মহিলা গত দু বছর আগে স্ট্রোক হওয়ার পর চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে। স্বামী সেখ নেজাম আলী সামান্য ব্যবসা করে সংসার চালান। বর্তমানে ঐ সামান্য আয়ে ও জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে সংসার চালানোই দায় হয়ে উঠেছে তার। সেই কারনে অর্থের অভাবে স্ত্রীর চিকিৎসাও ঠিক মত করাতে পারছিলেন না। তিনি যোগাযোগ করেন টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি অফিসে।


    ওই অসুস্থ মহিলার কষ্ট দেখে সোসাইটির সদস্যরা আর দেরি না করে হুইল চেয়ার কেনার জন্য উদ্যোগী হন এবং হুইল চেয়ার কিনে রবিবার ওই অসুস্থ মহিলাকে সোসাইটি অফিস থেকে হুইল চেয়ারটা দেওয়া হয়। হুইল চেয়ার পেয়ে খুশি ওই মহিলা ও তার পরিবার। অসুস্থ মহিলার স্বামী বলেন , “আর্থিক ভাবে দুর্বল হওয়ায় স্ত্রীর চিকিৎসা করাতেই হিমশিম খাচ্ছিলাম। তারপর হুইল চেয়ার কেনা আমার কাছে স্বপ্ন ছিল। সোসাইটির সকল সদস্যকে অশেষ ধন্যবাদ এমন উপকার করার জন্য।”

    সোসাইটির সম্পাদক সেখ মনিরুল আলম বলেন, “এই হুইল চেয়ারটা কেনার জন্য অনেকেই আর্থিক সহায়তা প্রদান করেছেন। তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে তিনি এই অসুস্থ মহিলার সুস্থতা কামনা করেন। তিনি আরো বলেন, আমাদের সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ কার্যক্রম ভবিষতেও অব্যাহত থাকবে।”

    উপস্থিত ছিলেন সম্পাদক সেখ মনিরুল আলম, সভাপতি আব্দুল সোফি, কোষাধ্যক্ষ সেখ মহম্মদ ইমরান, সদস্য সেখ মিরাজ আলী, সদস্য সেখ মইনুল ইসলাম, সদস্য সাহাঙ্গির চৌধুরী,সদস্য জাহেদুল চৌধুরী, বিশিষ্ট ব্যক্তি আব্দুল রফিক সহ অন্যান্যরা। এমন উদ্যোগকে এলাকাবাসী কুর্নিশ জানিয়েছেন।