|
---|
খান আরশাদ, রাজনগর: তুলসী সংগীত মহাবিদ্যালয়ের ২০ তম বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল বীরভূমের রাজনগরে। প্রতিবছরের মতো এবারেও শারদীয়ার প্রাক্কালে শুভ মহালয়ায় তুলসী সংগীত মহাবিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল। রাজনগরের ডাকবাংলোয় নজরুল মঞ্চে এই উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তুলসী সংগীত মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশিত নাচ,গান, কবিতা আবৃতি সমগ্র অনুষ্ঠানটি মনোজ্ঞ করে তোলে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আঁকা ছবি উপস্থিত সবার নজর কাড়ে। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষিকা চন্দনা গঁরাই, ব্যাবস্থাপক দীনবন্ধু গঁরাই, শিক্ষক কানাইলাল মন্ডল, রমেশ ব্যানার্জ্জী, সমাজকর্মী জয়েশ রাজদেও, ছড়াকার অমর মালী সহ বহু বিশিষ্ট ব্যাক্তিরা।