|
---|
ইয়াহ ইয়া আহমদ বড়ভূইয়া (এ এ মামুন)আসাম: বড়খলা সমষ্টির জনতার পাশে রয়েছে এবং আজীবন জনতার পাশে শক্তিশালী ভূমিকায় থাকবো ,বিধায়ক থাকাকালীন যেভাবে ছিলাম আজও সেই ভাবে রয়েছি, কোন অশুভ শক্তি নাড়াতে পারবে না এমন মত প্রকাশ করলেন, রাজ্যের প্রাক্তন সংসদীয় সচিব তথা বড়খলা সমষ্টির দু’বারের প্রাক্তন বিধায়িকা ডাঃ রুমি নাথ। উল্লেখ্য ২০১৬ সালের ভোটে বিজেপি দলের প্রবল হাওয়ায় পরাজয় বরণ করলেও হাল ছাড়েন নি ডাঃ রুমি নাথ ,একেবারে ঘরের মেয়ে হিসাবে সবার কাছে পরিচিত তিনি। বর্তমান বিধায়ক কে জনতার সুখে, দুঃখে পাশে দাড়াতে না দেখা গেলেও ডাঃ রুমি কে চটজলদি জনতার পাশে দাড়াতে দেখা যায় এতে একটি চক্রের গাত্রদাহ হচ্ছে বলে এর আভাস ও পাওয়া যাচ্ছে এবং একুশের ভোটে বড়খলায় অন্য গেম দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবেনা এতে বাড়তি শক্তি পাবেন ডাঃ রুমি তা আর বলার অপেক্ষা রাখেনা।