|
---|
শরিফুল ইসলাম, নতুন গতি : সময় তুমি হার মেনেছ রক্ত দানের কাছে
একটু সময় দিলে পরে একটি জীবন বাঁচে।”
জীবনের সেরা দান রক্তদান। সেই রক্তদানের মহান ব্রত নিয়ে আজ, রবিবার , শান্তিপুরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একত্রিত হয়েছিলেন শান্তিপুর পাঁচ নম্বর এসকেইউএস-এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানের উদ্দেশ্যে আয়োজিত রক্তদান শিবিরে। সহযোগিতায় ছিলেন লায়েন্স ক্লাব, কলকাতা।
শিবির উদ্বোধনের পর আয়োজক সংস্থা এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রক্তদানের উপযোগীতা সংক্রান্ত বিষয়ে এক মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করেন।
বক্তব্য রাখেন সংস্থার জেলা পদাধিকারী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শান্তিপুর পৌরসভার কাউন্সিলর সুব্রত ঘোষ, সমাজ সেবী সুব্রত কর, গোষ্ঠীর পৃষ্ঠপোষক কৃষ্ণেন্দু প্রামানিক, লায়েন্স ক্লাব শান্তিপুর শাখার কয়েকজন কর্মকতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিদাস রায়।
“শান্তিপুরের প্রায় চারশো মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর প্রতিনিধিদের মধ্য থেকে নব্বই জন মহিলা সদস্য স্বেচ্ছায় এদিন রক্তদান করেন। স্বেচ্ছায় রক্তদানের জন্য শিবিরে নাম লিখিয়েছিলেন প্রায় দুশো জন মহিলা। পরিকাঠামোর অভাবে বাকিদের রক্ত নেওয়া যায় নি।” — জানালেন প্রতিষ্ঠানের শান্তিপুরের শাখা প্রবন্ধক দেবব্রত রায়।
সংস্থার একজন বিশেষ প্রতিনিধি রাজনাথ প্রামানিক জানালেন, “শান্তিপুর তো বটেই, সম্ভবত নদীয়া জেলায় এই প্রথম এক সঙ্গে এত মহিলা স্বেচ্ছায় শিবিরে এসে রক্তদান করলেন।”
তাঁর আক্ষেপ, ” পৌরসভার অভ্যন্তরে এত বড় একটা উদ্যোগ, পৌরসভার পক্ষ থেকে ডোনারদের উৎসাহিত করা উচিত ছিল।”
কে , কাকে উৎসাহিত করলেন না সেটা তাঁর বিষয় , তবে এদিন রক্তদান শিবির উপলক্ষ্যে শান্তিপুরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়।