বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক অনলাইন ডেলিভারি বয়ের

খান আরশাদ, নতুুুন  গতুন,রাজনগর :

    রাজনগর থানার অন্তর্গত ঘাট বটতলায় বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। খয়রাশোলের লোক পুরের বুধ্পুর যাত্রী প্রতীক্ষালয় সংলগ্ন ঘাট বতটলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে নারায়ণ গড়াই নামে বছর আঠাশের এক যুবক বাইকে করে লোকপুর দিক থেকে রাজনগরের দিকে যাচ্ছিলেন। বুধপুর যাত্রী প্রতীক্ষালয় সংলগ্ন ঘাট বটতলার কাছে আসতেই উল্টো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয় । গুরুতর জখম হন ওই যুবক । ঘটনাস্থলে পৌঁছায় লোকপূর থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাকে তড়িঘড়ি রাজনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের বাড়ি রাজনগরের জয়পুর গ্রামে এবং সে একটি অনলাইন সংস্থার ডেলিভারি বয়ের কাজ করতো বলে জানা গেছে। এরপর রাজনগর থানার পুলিশ মৃতদেহ রাজনগর থানায় নিয়ে যায়। শুক্রবার মৃতদেহটির ময়নাতদন্ত করা হবে বলে জানা যায়।