কাজে নিযুক্তিকরণ সহ বিভিন্ন দাবিতে সারা বাংলা ধান ক্রয় কর্মী সংগঠনের ডেপুটেশন 

কাজে নিযুক্তিকরণ সহ বিভিন্ন দাবিতে সারা বাংলা ধান ক্রয় কর্মী সংগঠনের ডেপুটেশন

     

     

     

    মোঃ ইজাজ আহামেদ : মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডিএম অফিসে আজ, বৃহস্পতিবার দুটো নাগাদ কাজে নিযুক্তিকরণ, ৬০ বছরের মেয়াদ সহ বিভিন্ন দাবিতে সারা বাংলা ধান ক্রয় কর্মী সংগঠনের পক্ষে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোশারফ হোসেন, সংগঠনের কর্মী মোয়াজ্জেম মল্লিক,শামীম হোসেন, ইয়ার লতিব আলি হাসান, এঞ্জামামুল হক, মোঃ ঈশা, চম্পা খাতুন প্রমুখ। তারা দাবি নিয়ে ডি এমের কাছে ডেপুটেশন দেন । ডিএম তাদের আশ্বাস দেন যে এই ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখা হবে এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।