পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হল মঙ্গলকোটে

লুতুব আলি : পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হল মঙ্গলকোটে। ৩১ জুলাই পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট মাথরুন নবীনচন্দ্র বিদ্যায়তনে এই সংগঠনের দ্বিতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, কেতুগ্রামের তিনবারের বিধায়ক শেখ শাহনেওয়াজ, পূর্বস্থলীর বিধায়ক তপন চ্যাটার্জি। এই সম্মেলন শুরু হওয়ার প্রাক্কালে সংগঠনের পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনের উদ্বোধন করে অশোক রুদ্র বলেন, বর্তমানে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এই সংকটে র মোকাবেলা করার জন্য শিক্ষকদেরও আন্দোলিত হওয়ার ডাক দেন। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিগুলির তিনি তীব্র সমালোচনা করেন। তিনি আরও বলেন, অর্থনৈতিক সংকটের মোকাবিলা করে রাজ্য সরকার শিক্ষকদের বকেয়া পাওনা মিটি দেয়ার জন্য সচেষ্ট আছেন। সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন সম্মেলনে আহ্বায়ক বিদ্যুৎ ঘোষ, সংগঠনের পূর্ব বর্ধন জেলা সাধারণ সম্পাদক শেখ ইসরাইল, জুলহাস শেখ, তামিজ উদ্দিন কাদির, অনিমেষ গুপ্ত, সু বিকাশ গায়েন, সাগতা কর্মকার প্রমুখ। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন চেয়ারম্যান তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ড. দেবাশীষ নাগ, পূর্ব বর্ধমান জিলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবী বাগবুল ইসলাম, বীরভূমের সংগঠনের সভাপতি অরিন্দম বোস, প্রদেশ যুব সাধারণ সম্পাদক শান্তনু কোনার, জেলা ছাত্র পরিষদের সভাপতি মোঃ সাদ্দাম, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জামশেদ আলী খান। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি রবিন নন্দী, মঙ্গলকোট ব্লকের কর্মাধ্যক্ষ রেজাউল হক, মেহেবুব চৌধুরী, কলা নবগ্রাম সার্কেলের সংগঠনের সভাপতি মোঃ জাহাঙ্গীর সহ জেলা কমিটির সমস্ত পদাধিকার এবং ৪৩ টি সার্কেলের সংগঠনের পদাধিকার বৃন্দ। সম্মেলনের খেয়া নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। সম্মেলনের শেষে শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে পূর্ব বর্ধমান জেলা সভাপতি আবু বক্কর রাজ্য সভাপতি অশোক রুদ্রের হাতে ২৪ দফা দাবিদার সংক্রান্ত একটি স্মারকলিপি তুলে দেন। অশোক বাবু আশ্বাস দেন বকেয়া ডি এ সহ যে দাবিগুলি তিনি পেয়েছেন সেগুলি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত মিটিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন।