সম্প্রীতি সভা বাঁকুড়ায়

নিজস্ব সংবাদদাতারা, পাত্রসায়ের :- বিশ্বব্যাপী যখন সামাজিক বৈষম্য ও হিংসা দিন দিন বেড়ে চলেছে। ঠিক সেই মুহূর্তেই বর্তমান সমাজের কাছে শান্তি , সম্প্রীতি ও মানবতার বার্তা পৌঁছে দিতে বাঁকুড়া জেলা ইমাম পরিষদ একটি সম্প্রীতি সভার আয়োজন করে। সোমবার , বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের রসুলপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে সম্প্রীতি সভাটি অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে ইমাম পরিষদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের পুষ্পস্তবক, উত্তরীয় ও ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর কোরআন পাঠের মধ্য দিয়ে সভাটি শুরু হয়।এদিনের সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন জয়রামবাটী রামকৃষ্ণ – বিবেকানন্দ মিশনের অধ্যক্ষ স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজ, বাঁকুড়া চার্চের পাদ্রী সুমন্ত নাড়ু, জেলা জমিয়তের সম্পাদক হাফিজ আকিল আহমদ,মৌলানা মহাম্মদ আলি , হাজী কুতুবউদ্দিন , বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী সেখ আজফার হোসেন,উপ- প্রধান ফারুক মেহতাব মিদ্যা, মুফতি মুখতার হোসেন, আলী খাঁন ও বিশিষ্ট সাংবাদিক সফিকুল ইসলাম।। এদিনের সম্প্রীতি সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০০ জন ইমাম, মোয়াজ্জেম সহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।পূরো সভাটি পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সম্পাদক মৌলানা শরিফুল ইসলাম।